Start writing code in Go

আমরা Go a.k.a golang এ প্রথম একটি কোড লিখতে যাচ্ছি। আপনার লোকাল মেশিনে শুধুমাত্র Go ইনস্টল করা থাকলেই হবে এবং কোড লেখার জন্য একটি টেক্সট এডিটর। এডিটরে নিচের কোডটি লিখুন।

package main

import "fmt"

func main() {
	fmt.Println("Hello, World")
}

package main দিয়ে প্যাকেজের নাম বুঝানো হয়। এখানে প্যাকেজের নাম main

fmt মুলত বিল্ট-ইন একটি প্যাকেজ যা দিয়ে standard I/O ফরম্যাট করা হয়।

এবার কমান্ড লাইনে আমরা নিচের কমান্ডটি লিখবো-

go run main.go

সব ঠিকঠাক থাকলে আমাদের প্রোগ্রামের আউটপুটটি নিচের ন্যায় আসবে-

Hello, World

অভিনন্দন আপনি আপনার প্রথম গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডটি লিখেছে, আরো শিখতে এবং অনুশীলন করতে এখানে যান https://tour.golang.org/welcome/1

হ্যাপি কোডিং 🙂

Sharing is caring